সিলেট নগরীর পূর্ব কাজির বাজারস্থ অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে হানিফ মিয়ার দোকানসহ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, অগ্নিকাণ্ডে গুদামজাত করে রাখা পুরাতন পাটের ও প্লাস্টিকের বস্তা, প্লাস্টিকের দরজা-জানালা ও অন্যান্য মালামালসহ ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধিত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার বেলালের নেতৃত্বে তালতলা ফায়ার স্টেশনসহ সিলেট জেলার বিভিন্ন ইউনিট থেকে ১৫টি অগ্নি নির্বাপন গাড়ি ও কর্মীর চেষ্টায় এবং কোতোয়ালী মডেল থানার পুলিশের সহায়তায় টানা ২ ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।