কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, কোলের শিশু আহত

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর কোলে থাকা শিশু সন্তান আহত হয়।

নিহত নারী উপজেলার সদর ইউনিয়নের রাজটিলা গ্রামের মৃত মছদ্দর মিয়ার দ্বিতীয় মেয়ে। নাম রুসনা বেগম (৪০)।

স্থানীয়রা জানান, উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় রেলসেতু পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনের ধাক্কায় সেতুর নিচে পড়ে ঘটনাস্থলে রুসনা বেগমের মৃত্যু হয়। এ সময় তার কোলে থাকা শিশু আবিদ (৫) ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আমরা দূর থেকে দেখেছি একজন মহিলা বাচ্চা নিয়ে রেলসেতু পারাপার হচ্ছেন। এসময় হঠাৎ পেছন থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ধীরগতিতে প্রবেশকালে ওই নারীকে ধাক্কা দিলে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলসেতু পারাপারের সময় ৫ বছরের এক শিশুকে নিয়ে এক নারী এ দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় মা মারা গেলেও সাথে থাকা ৫ বছরের শিশু প্রাণে বেঁচে গেছে। তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।