মৌলভীবাজারের কমলগঞ্জে গাছচোরদের হামলায় কালাছড়া বনবিট কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১জুলাই) বিকালে কালাছড়া বনবিটের ভেড়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম ভেড়াছড়া গ্রামের শামদ আলীর ছেলে স্থানীয় গাছচোর হোসেন আলী ও রহমান মিয়ার ছেলে মুসলিম মিয়ার নেতৃত্বে কালাছড়া বনবিট এলাকা থেকে গাছ কেটে পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি ছড়ায় স্তূপ করে রাখে। গোপন সংবাদ পেয়ে কালাছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় ভিলেজারসহ চোরাইকৃত গাছের খন্ডাংশ উদ্ধারে গেলে অতর্কিত ভাবে বনদস্যু আলী হোসেনের নেতৃত্বে ৭/৮ জন বনবিভাগের লোকজনের উপর লাঠি ও দা দিয়ে হামলা চালায়। এসময় হামলায় হোসেন আলীর দায়ের কূপে বিট কর্মকর্তা মারাত্মক ভাবে আহত হন। আহত বিট কর্মকর্তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথম কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম গাছ চোরদের হামলায় বিট কর্মকর্তা আহত হবার কথা স্বীকার করে বলেন, গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে সিলেট যাচ্ছি।
এবিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ভেড়াছড়া এলাকার চিহ্নিত গাছচোর হোসেন গং এর আগেও একজন কর্মকর্তাকে হামলা করে আহত করে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌছায়। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।