কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান আনন্দলোক ২২ শ্রাবণ শনিবার (০৬ আগস্ট) সন্ধ্যা ৬ টায় সিলেট জেলা পরিষদের মিলনায়তনে ‘শ্রাবণসন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠান নিবেদন করবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটস্থ ভারতীয় সহকারী কমিশনের সহকারী হাই কমিশনার নীরজ কুমার জয়সোয়াল। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ।
অনুষ্ঠানে আনন্দলোকের শিক্ষার্থীদের পাশাপাশি একক ও সম্মেলক কণ্ঠে রবীন্দ্রসংগীত নিবেদন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুমনা আজিজ, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা সিলেট শাখা, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সিলেট ও গীতবিতান বাংলাদেশ।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন আনন্দলোকের প্রতিষ্ঠাতা ও পরিচালক রবীন্দ্রসংগীত শিল্পী রাণা কুমার সিনহা।