প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্ত মানুষের পাশে রয়েছেন। কেউ না খেয়ে মারা যাবে না। পর্যাপ্ত খাদ্য মওজুদ রয়েছে। বন্যায় আক্রান্ত মানুষের মাঝে সব সময় ত্রাণ বিতরণ করা হবে। এতে চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া বন্যার্তদের সাহায্য সহযোগিতা করার জন্য সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী শনিবার বিকালে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন ও পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউর রহমান আলা, আওয়ামী লীগ নেতা শাহনুরুর রহমান শানুর, লুৎফুর রহমান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, ইউপি সদস্য স্বপন আহমদ, শামীম আহমদ প্রমুখ।