ওসমানীনগরে গাড়ীসহ দুই চোর জনতার হাতে আটক

সিলেটের ওসমানীনগরে লেগুনা গাড়িসহ দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (০৯ ডিসেম্বর) বিকেলে তাজপুর বাজারে চোরাই লেগুনা গাড়ি বিক্রিকালে গাড়িসহ এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের বাবুল মিয়ার পুত্র সুলেমান আলী (২৩) ও একই গ্রামের আব্দুল বারিকের পুত্র লিলু মিয়া (২৫)। এ সময় সাথে থাকা স্থানীয় আলামীন নামে একজন গাড়ির বায়না করা ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

গাড়ির মালিক জাবেল আহমদের অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ গাড়িসহ চোরকে উদ্ধার করে নিয়ে যান।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোয়াইনঘাট থানার সতী গ্রামের অভিযোগকারী মো. জাবেল আহমদ তার ভাই লায়েছ আহমদের লেগুনা গাড়ি (সিলেট-ছ-১১-২৩৭৪) স্থানীয় একটি দোকানের পাশে রেখে বাড়িতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে এসে দেখেন গাড়ি নেই। এ ব্যাপারে জাবেল আহমদ গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে চুরি করা লেগুনা ওসমানীনগর থানার তাজপুর বাজারে বিক্রি করতে আসলে স্থানীয় সুন্দর মিয়ার কাছ থেকে ৩০ হাজার টাকা বায়নামা নেন আলামীন। বাকী টাকা গাড়ির কাগজপত্র জমা দিয়ে নেয়ার কথা থাকলেও আটককৃতরা কাগজ দেখাতে না পারলে উপস্থিত স্থানীয় জনতার সন্দেহ হয় এবং সুলেমান ও লিলু মিয়াকে আটক করেন। এ সময় আলামীন নামের ব্যক্তি ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে গাড়ির মালিক এসে তার গাড়ি সনাক্ত করেন এবং লিলু নামে চোর তার বন্ধুর বড় ভাই বলে জানান। আটক লিলু মিয়া শুক্রবার জেল থেকে বেরিয়ে আসে বলে জানা যায়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এসআই মিথুর সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘চোর দুইজন আটক ও চোরাই লেগুনা আটক করে থানায় যাচ্ছি। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।’