
ডাকাতি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী আন্তজেলা ডাকাত দলের সদস্য সুহেলকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে হামতনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় অনেক ডাকাতি মামলা রয়েছে এবং একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিল বলে জানিয়েছেন সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ সহিদ উল্যা।
সুহেল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচরের আরজদ আলীর ছেলে। বুধবার (১৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।