ভেজাল ওষুধের বিস্তার রোধে ‘ওষুধ আইন ২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে ভেজাল ওষুধ উৎপাদন কিংবা বিক্রয়, লাইসেন্স ব্যতীত ওষুধ উৎপাদন ও মজুদ অথবা বিতরণ করলে সর্বোচ্চ ১০ বছর জেল এবং ১০ লাখ টাকার শাস্তির বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্ট এবং ১৯৮২ সালের ড্রাগ অর্ডিন্যান্স সমন্বয় করে আইনটি বিশদভাবে করা হয়েছে। আগে আইনে ধারা ছিল ৪১টি, এখন ১০৩টি। এরমধ্যে অপরাধের সাজার ব্যাপারে ধারা ২২টি।