ওয়েবসাইট থেকে মুছেঁফেলা হলো হাসিনাসহ মন্ত্রী-এমপিদের তথ্য

বাংলাদেশের সরকারি সকল ওয়েবসাইট থেকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল এমপি, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সবতথ্য মুছেফেলা হয়েছে। তালিকায় রয়েছেন শেখ হাসিনার সাবেক উপদেষ্টারাও। এসব তথ্যের মধ্যে রয়েছে তাদের ছবি, জীবনবৃত্তান্ত, বাণীসহ বিভিন্ন ধরনের কনটেন্ট। এজন্য মঙ্গলবার (৬ আগস্ট) দিনভর বন্ধ ছিল সরকারি ওয়েবসাইটসেবা।

জানা যায়, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালায় একদল গোষ্ঠী। এসময় তারা ওয়েবসাইট থেকে উল্লিখিত কনটেন্টগুলো সরানোর দাবি করেন। এরই জেরধরে মুছেঁফেলা হয় সকল তথ্য।

আজ সারাদিন সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার অভিযোগ জানান অনেক ব্যবহারকারীরা। আইসিটি বিভাগ, আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছিল না। বিষয়টি নিশ্চিত করেছেন এটুআই এর প্রকল্প পরিচালক ও প্রধান নির্বাহী মামুনুর রশিদ ভূঁইয়া।

ওয়েবসাইট বন্ধের কারণ ব্যাখ্যা করে মামুনুর রশিদ ভূঁইয়া বলেন, ‘সরকারি ওয়েবসাইটগুলো থেকে শেখ হাসিনার ছবি, বাণী এবং এ ধরনের অন্যান্য কনটেন্ট সরানো হচ্ছে। এগুলো দীর্ঘদিনের অনেক কনটেন্ট যা সরাতে প্রচুর সময় লাগে। এগুলো এখনো ওয়েবসাইটে থাকলে সেটাও ভালো দেখায় না। সেগুলো সরিয়ে দ্রুত ওয়েবসাইট সচল করা হবে।’