এরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চায় : সাদ্দাম

‘৭ জানুয়ারির নির্বাচনের তারিখ যখন ঘোষণা করা হয় তখন এ নির্বাচনকে বন্ধ করতে ষড়যন্ত্র করা হয়েছে। একটা সময় এরা আমাদের মাতৃভাষার অধিকার, ভাতের অধিকার কেড়ে নিতে চেয়েছিল আজ তারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। কিন্তু এসব ষড়যন্ত্র নৌকার উপর ভর করেই বিজয়ী হয়েছিলাম।’

বৃহস্পিতবার (২১ ডিসেম্বর) সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকারের সমর্থনে সুনামগঞ্জের তাহিরপুরে এক পথসভা অনুষ্ঠানে এসব কথা বলেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ।

তিনি আরও বলেন, ‘আজকে আমরা বিশ্বাস করি গোটা দেশে, বাংলাদেশের পথে-প্রান্তরে, মফস্বলে সবখানেই যে ভোটের উৎসব আমরা দেখতে পাচ্ছি, ভোটের জন্য মানুষের যে আগ্রহ দেখতে পাচ্ছি, ভোটকে যেভাবে তারা একটি সার্বজনীন উৎসবে পরিণ করেছে, আমরা মনে করি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সাত জানুয়ারিতে গণতন্ত্রের বিজয় হবে, নৌকা মার্কার বিজয় হবে।’

শেষে তরুণ ও নতুন ভোটারদের নিরঙ্কুশ ব্যালেট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় বসানোর আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকারের সমর্থনে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে বাদাঘাট বাজার মেইন রোডে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন রহমান, রাকিবুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমূখ।