সিলেট-তামাবিল মহাসড়কে আগের দিন প্রাইভেটকার খাদে পড়ে চার ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যুর পর এবার দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে চাপা দিলো ট্রাক।
প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে সিলেট-তামাবিল এই মহাসড়কটি। বলতে গেলে সড়কটি যেনো মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (২০) জানুয়ারি বিকেল ৪টায় সিলেট-তামাবিল মহাসড়ক হরিপুর বাজার সংলগ্ন ইলিয়াস ড্রাইভারের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে থাকা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর অ্যাম্বুলেন্সকে জাফলংগামী একটি ড্রিস্টিক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে একটি বৈদ্যুতিক খাম্বা ও অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। তবে এঘটনায় কেউই হতাহত হয়নি।
আরও পড়ুন > জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ছাত্রলীগের তান্ডব’
এ বিষয়ে ইলিয়াস ড্রাইবার জানান, ‘আমার পরিবার অসুস্থ হওয়ায় সিলেট হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসে গাড়িটি বাড়ির সামনেই সাইট করে রাখা ছিলো আমার পরিবার গাড়িতে উঠার আগমুহূর্তেহঠাৎ করেই ট্রাক গাড়ি এ্যাম্বুলেন্সকে চাপা দেয়। ভাগ্যক্রমে আমার পরিবার বেঁচে যায়।
আরও পড়ুন > জৈন্তাপুরে দুর্ঘটনায় নিহত ৪ ছাত্রলীগ নেতা চিরনিদ্রায় শায়িত
এর আগে, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ৪নং বাংলাবাজার রাংপানি এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৪ ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত চারজন হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৩)। তারা সকলেই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।