এনসিএল: ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ।

আজ (২১ ডিসেম্বর) টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে লিগ পর্বে ৭ ম্যাচের সবগুলোতে জয় পাওয়া ঢাকা মেট্রোকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে জয়ী দলের সাথে আগামী ২৪ ডিসেম্বর ফাইনাল খেলতে নামবে রংপুর।

আগামীকাল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনা বিভাগের মুখোমুখি হবে ঢাকা মেট্রো। আজ এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের টিকিট পায় খুলনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ঢাকা মেট্রোকে ৪ ওভারে ২৪ রানের শুরু এনে দেন দুই ওপেনার ইমরানুজ্জামান ও অধিনায়ক মোহাম্মদ নাইম। পঞ্চম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১১ রানে নাইম ফেরার পর ২০ রানের জুটি গড়েন ইমরানুজ্জামান ও সাদমান ইসলাম।

সাদমানের আউটে দলীয় ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় মেট্রো। এরপর থেকে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে মেট্রো। মিডল বা লোয়ার অর্ডারে বড় কোন জুটি না হওয়ায় ২০ ওভারে ৯ উইকেটে ১০৭ রানে বেশি করতে পারেনি ঢাকা মেট্রো।

দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ইমরানুজ্জামান। সাত নম্বরে নামা আমিনুল ইসলামের অপরাজিত ২৩ রানে ১শ রান পার করে মেট্রো। রবিউল হক ১৯ রানে ৩টি ও আলাউদ্দিন বাবু ২৫ রানে ২ উইকেট নেন।

১০৮ রানের জবাবে ৩৯ বলে ৩০ রানের সূচনা করেন রংপুরের দুই ওপেনার চৌধুরি এমডি রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন। তবে ৪৫ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।

দুই ওপেনার রিজওয়ান ও মামুন ১৭ রান করে এবং অধিনায়ক আকবর আলি ৭ রানে আউট হন।

চতুর্থ উইকেটে নাইম ইসলামের সাথে ১৭ ও পঞ্চম উইকেটে আরিফুল হককে নিয়ে ৩১ রানের জুটি গড়ে রংপুরকে জয়ের পথে রাখেন মিডল অর্ডার ব্যাটার তানবির হায়দার। নাইম ১৬ ও আরিফুল ২২ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে আলাউদ্দিন বাবুকে নিয়ে ১৪ রানের জুটিতে দলকে জয়ের দ্বারপ্রান্তে নেন তানবির। দলের জয় থেকে ১ রান দূরে থাকতে বাবু ফিরলেও, রংপুরের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানবির। ২টি চারে ২৬ বলে ২২ রান করেন তানবির। শহিদুল ইসলাম ২টি উইকেট নেন।