নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল উপলক্ষে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইন ও বিচার বিভাগের প্রধান ড. মো. নাহিদুল ইসলামের সভাপতিত্বে ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন হিউমিনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন ডা. রঞ্জিত কুমার দে এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও হামিদা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. কাউসার মিয়া এবং গীতা পাঠ করেন চয়নিকা চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য দেন ‘ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি আব্দুস সামাদ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে হাবিবুর রহমান, আরাফাত আহমেদ, আলী হায়দার, সোহেল আহমদ, রাখাল চন্দ্র দাস, সুমাইয়া সুলতানা মৌরী, শফি উদ্দিন জুয়েল ও আশিক আহমদ বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষাজীবনের বিভিন্ন সময়ের আবেগময় স্মৃতিচারণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জীবনের সকল ক্ষেত্রে বিদায়ী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সফল হবেন এবং সমাজে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন। তিনি জীবনে সফলতার সাথে সবাইকে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।
সভাপতি ড. মো. নাহিদুল ইসলাম বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তিনি ফেয়ারওয়েল আয়োজনের জন্য এনইইউবি ‘ল’ স্টুডেন্ট ফোরামের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
পরিশেষে এনইইউবি ‘ল’ স্টুডেন্ট ফোরামের উদ্যোগে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব ও ব্যান্ড দল কসমিক রে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠান উপভোগ করেন। ফেয়ারওয়েল অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিল এনইইউবি ‘ল’ স্টুডেন্ট ফোরাম।