এনআইডি’র সব কাজ যাচ্ছে স্বরাষ্ট্রে, খসড়া অনুমোদন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সংক্রান্ত সব কাজ নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সংক্রান্ত বিধান রেখে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আইনটি পাস হলে তিন থেকে চার বছর পর থেকে জন্ম সনদের সঙ্গে এনআইডি যুক্ত করে দেওয়া হবে।

আজ সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। আজ বৈঠকে ১ নম্বর এজেন্ডা ছিল জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর খসড়ায় নীতিগত/চূড়ান্ত অনুমোদনের বিষয়টি।

সচিব জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের কাছ থেকে সরকারের কাছে যাচ্ছে। এনআইডি সংক্রান্ত সব কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হচ্ছে। এ সংক্রান্ত ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও জানান, তবে এনআইডি আইনটি চূড়ান্তভাবে পাস না হওয়া পর্যন্ত এখন যেভাবে কাজ হচ্ছে সেভাবেই চলবে। আইনের ৩২টি ধারা কমিয়ে ১৫ টিতে নামিয়ে আনা হয়েছে।