এজেন্ট ব্যাংক হিসাবে পুরুষের তুলনায় এগিয়ে আছে নারীরা। চলতি বছর এপ্রিল মাসের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য তথ্যে এমনটিই জানা গেছে। এ সময় নারী এজেন্ট ব্যাংক হিসাবধারী যেখানে ৯৫ লাখ, সেখানে পুরুষের সংখ্যা ৯৪ দশমিক ৬২ লাখ। কোথাও কোথাও পুরুষের তুলনায় নারী ব্যাংক হিসাবধারীর সংখ্যা বেশি।
সরকারের নানা সামাজিক নিরাপত্তা কার্যক্রমসহ বেশ কিছু নারীবান্ধব সিদ্ধান্ত এর মূল কারণ বলে জানিয়েছেন বিজ্ঞজনেরা। তবে স্বাভাবিকভাবে ব্যাংকিং কার্যক্রমে নারীর অংশগ্রহণ এখনো অনেক পিছিয়ে আছে। এই অংশগ্রহণ বাড়াতে সম্পত্তিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২০ সালের ডিসেম্বরে এজেন্ট ব্যাংকে নারীর হিসাব সংখ্যা ছিল ৪৩ দশমিক ৭৯ লাখ, যেখানে পুরুষের হিসাব সংখ্যা ছিল ৪৯ দশমিক ৭৮ শতাংশ। ২০২১ সালের একই সময় নারীর হিসাব সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৬ দশমিক ৭১ লাখ, এ সময় পুরুষের এজেন্ট অ্যাকাউন্ট ছিল ৭৯ লাখ। এক বছর পরে একই সময় অর্থাত্ ২০২২ সালের ডিসেম্বরে নারীর এজেন্ট হিসাব সংখ্যা বেড়ে হয় ৮৪ দশমিক ২১ লাখ, একই সময় পুরুষের হিসাব সংখ্যা ছিল ৮৭ দশমিক ৯৫ লাখ। আর চলতি ২০২৩ সালে পুরুষের তুলনায় নারীর হিসাব সংখ্যা বেড়ে গেছে।
মোবাইল ব্যাংকিংয়েও ক্রমান্বয়ে বাড়ছে নারীর অংশগ্রহণ। ২০২০ সালের ডিসেম্বরের তথ্যমতে, ৫ দশমিক ৭২ কোটি নারী মোবাইল ব্যাংক হিসাব সেবা গ্রহণ করে। এক বছর পরে ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৭২ কোটি। তিন বছর পরে একই সময়ে ৮ কোটি নারী মোবাইল ব্যাংক হিসাব সেবা গ্রহণ করে। তিন বছরে সেবাগ্রহীতার সংখ্যা বেড়েছে ৩৯ শতাংশ।
সিলেট ভয়েস/এএইচএম