
১৯৭১ সালে মোহিত চট্টোপাধ্যায় লিখেছিলেন রাজনৈতিক নাটক ‘রাজরক্ত’। এবার মঞ্চে আসছে সেই নাটক। প্রাচ্যনাট স্কুলের ৩৪তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে ঢাকার মঞ্চে দেখা যাবে ‘রাজরক্ত’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।
‘রাজরক্ত’ নাটকের নির্দেশনা দিয়েছেন প্রাচ্যনাটের প্রদ্যুৎ কুমার ঘোষ। তিনি জানান, “এই নাটকের মাধ্যমে রাজনীতির ভেতরের সারবস্তু নিয়ে মনুষ্যত্বের কথা বলেছেন মোহিত চট্টোপাধ্যায়। এতে খুঁজে পাওয়া যাবে বর্তমান জীবন ও সমাজের চিত্র অথবা আরও বৃহৎ কোনও পরিসর। যুগে যুগে যেমন রয়েছে রাজা সাহেবদের বুলেট, বন্দুক, চাবুক; তেমনই রয়েছে তার বিপক্ষের লাল হয়ে ওঠা চোখ।”
নাটকটির সহকারী নির্দেশক মো. ফরহাদ আহমেদ শামীম ও তানজি কুন। মঞ্চ ও আলোক ভাবনায় শওকত হোসেন সজীব, আলোক প্রক্ষেপণে বিন-ই-আমিন, পোশাক পরিকল্পনায় পারভীন পারু, সংগীত ভাবনায় ফুয়াদ বিন ইদ্রিস এবং কোরিওগ্রাফিতে আছেন স্নাতা শাহরিন ও মো. ফরহাদ আহমেদ শামীম।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাট্য প্রদর্শনীর আগে বিতরণ করা হবে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন এর ৩৪তম ব্যাচের সনদপত্র। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন নাট্যজন কেরামত মওলা ও জাদুশিল্পী জুয়েল আইচ।