ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আগাতে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি দৃশমান হতে শুরু করেছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সারা দেশে প্রায় ৩৭ জন প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, ভেসে গেছে ঘেরের মাছ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলের।
ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফসলি জমি ও মাছের ঘেরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তাৎক্ষণিক তথ্য মতে ঝড়ে ৫৮ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ঝড়ের কারণে সোমবার সন্ধ্যা থেকে উপকূলের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এখনও বিদ্যুৎহীন উপকূলের ৬০ ভাগ মানুষ। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বেশির ভাগ জেলায়।
বাগেরহাটে ভেসে গেছে জেলার ৫২৫টি চিংড়ি ঘের ও ২২৫টি মাছের পুকুর। এতে প্রায় ক্ষতি হয়েছে প্রায় ৮৭ লাখ টাকার।
বরিশালে এক হাজার ৮৪৩টি দিঘি, পুকুর ও ঘের ডুবে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক হাজার ৪১৬ জন খামারি।