যে কোনও মূল্যে ঈদের জামাতে আসা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘জঙ্গিরা কখনওই চুপ করে বসে থাকে না। অনলাইনে তাদের তৎপরতা থেমে নেই। হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’ এসময় ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে ছাতা ও মোবাইল ছাড়া মুসল্লিদের অন্য কোনও কিছু না আনার অনুরোধ জানান তিনি।
শুক্রবার (৮ জুলাই) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
পুলিশ যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘মাজার কিংবা পীরদের আখড়ায় ঈদের জামাত হয় এবং সেসব জায়গায় হামলার আশঙ্কা থাকে এ ধরনের জায়গা চিহ্নিত করে আলাদা আলাদা নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও ধরনের দুশ্চিন্তা না করে স্বতঃস্ফূর্তভাবে রাজধানীর যে কোনও ঈদগাহে জামায়াত আদায়ের জন্য যোগ দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘নগরবাসী যে যেখানে ইচ্ছা ঈদের নামাজ পড়ুক না কেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ। আমরা নিরাপত্তা নিশ্চিত করবো।’
এসময় ঈদগাহে মোবাইল ফোন পকেটে না রেখে হাতে রাখার পরামর্শ দিয়েছেন বলেন, ‘নামাজের পর ভিড়ের কারণে অনেকের মোবাইল ও সাথে থাকা ব্যাগ হারিয়ে যায়। এছাড়া যারা অসৎ উদ্দেশ্যে নামাজ পড়তে আসেন, তাদের মুসল্লিদের থেকে আলাদা করা মুশকিল। তাই নিজেরা একটু সতর্ক থাকলে এ ধরনের ঘটনা কমে আসবে।’
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মাস্ক পরে ঈদ জামাতে শরিক হতে রাজধানীবাসীর প্রতি অনুরোধ জানান কমিশনার।