
আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে আগামী ৭ দিন। বুধবার (১৩ জুন) থেকে আগামী মঙ্গলবার (১৯ জুন) পর্যন্ত এ আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন আমদানি রপ্তানিকারকরা।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি রপ্তানিকারক সাইফুর রহমান রিমন ও তাসদিক হোসেন ইমরান বলেন, দুই দেশের ব্যবসায়ীরা বুধবার থেকে ঈদের ছুটি উপভোগ করবে। ফলে এ স্টেশনে আগামী ১৯ জুন মঙ্গলবার পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটির পর আবারো স্বাভাবিকভাবে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান তাঁরা।
এদিকে ঈদের কয়েক দিন আগে টানা বৃষ্টির কারণে যেমন বিপাকে মাল খালাসকারী শ্রমিকরা তেমনই কিছুটা ক্ষতির সম্মুখীন আমদানি রপ্তানিকারকরাও। শ্রমিক ঠিকাদার আলমগীর হোসেন জানান, ‘সোমবারও বৃষ্টির কারণে আমদানি রপ্তানি পণ্য খালাসে বিঘ্ন ঘটেছে। শেষ পর্যন্ত সন্ধ্যায় বৃষ্টি কিছুক্ষণ থামলে মালামাল কিছুটা খালাস করা হয়েছে। ঈদের সময় কয়েকদিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এতে শ্রমিকদের উপার্জনেও কিছু সমস্যা হবে। তাই শুল্ক স্টেশনের শ্রমিকরাও বৃষ্টি থামার অপেক্ষায় আছেন। বৃষ্টি থামলে কিছু উপার্জন করে শ্রমিকরা বাড়ি যেতে পারবে বলে জানান তিনি।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, ঈদের ছুটির সময় এলসি স্টেশনে বিকল্প হিসাবে শুল্ক বিভাগের লোকজন দায়িত্ব পালন করবে। তবে দুই দেশের ব্যবসায়ীরা আমদানি রপ্তানি পণ্য পরিবহন নিয়ে না আসলে এ কার্যক্রম বন্ধ থাকবে।