ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার মাসের বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২৮ হাজার।
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা জানান, ইসরায়েলি বোমা ও স্থল হামলায় উপত্যকায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৭ জনে।
ইসরায়েলে ঢুকে গত বছরের ৭ অক্টোবর প্রাণঘাতী হামলা চালায় গাজার শাসক দল হামাস, যাতে নিহত হয় ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি।
হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। দেশটির হামলা থেকে রেহাই পায়নি স্কুল, হাসপাতাল, মসজিদ, গির্জার মতো বেসামরিক স্থাপনাও।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ৬৭ হাজার ৪৫৯।
মন্ত্রণালয় শুক্রবার আরও জানায়, ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে ১০৭ জন নিহত ও ১৪২ জন আহত হয়।
এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের হামলাকে ‘মাত্রাতিরিক্ত’ আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় দুই পক্ষের মধ্যে বড় পরিসরে যুদ্ধবিরতির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।