ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল

গত ১৪ দিন ধরে ফিলিস্তিনের নিরিহ জনগণের উপর ইসরাইলি বাহিনির আগ্রাসন ও নির্বিচার হত্যা নির্যাতনের প্রতিবাদে ওসমানীনগরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকটি সংগঠন।

শুক্রবার (২০ অক্টোবর) জুমআর নামাজের পর ফিলিস্তিনের সাধারণ নাগরিকসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর উপজেলা শহরটিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ওসমানীনগর উপজেলা জাতীয় ইমাম সমিতি, ওসমানীনগর ইসলামী যুব ফোরাম। এছাড়া উপজেলার দয়ামীর বাজারে তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

শুক্রবার (২০ অক্টোবর) বিকালে জাতীয় ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখা সিলেট-ঢাকা মহসড়কের তাজপুর বাজারে মানববন্ধ করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বশর, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, উপস্থিত ছিলেন, কাজী আবুল কালাম আজাদ, মাওলনা আব্দুল আহাদ, মাওলানা জাহিদুর রহমান প্রমূখ।

এদিকে ওসমানীনগর ইসলামী যুব ফোরামের মিছিলে নেতৃত্ব দেন মাওলানা হাফিজ আব্দুছ ছালাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দাল মিয়া, যুব ফোরামের সভাপতি গৌছ আলী, সাধারন সম্পাদক ইশফাক হোসাইন, সাংঘঠনিক সম্পাদক জুনেদ আহমদ শিপন, ফয়সল আহমদ, সাজন আহমদ, কবির আহমদ প্রমূখ।

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলিদের হামলার প্রতিবাদে তৌহিদী জনতার ব্যানারে উপজেলার দয়ামীর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দয়ামির মাদ্রাসার মুহতামীম মাওলানা নজরুল ইসলাম। হাফিজ জাকারিয়া ও হাফিজ ছাইম’র পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন মৌলভি ইসমাইল আলী, মাওলানা আমিন উদ্দিন, কে এম রায়হান আহমদ, ফারুক মিয়া, মখবুল হোসেন, মাওলানা শাহিন প্রমূখ।