২০২৩ সালের জন্য শান্তিতে নোবেল জিতেছেন ইরানের মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মদী।
শুক্রবার (৬ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি এ ঘোষণা দেয়।
এর আগে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।
নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, তার উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হলো।
নার্গেস মোহাম্মদী একজন ইরানী অধিকার কর্মী এবং ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান। এই সংস্থাটি ইরানের আরেক নোবেল বিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠা করেছিলেন। ২০১১ সাল থেকে নার্গেস মোহাম্মদী বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ দায়ে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে।