
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের দুটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইবিএম) ভোট গ্রহণ করা হবে।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে এ ওয়ার্ডের ভোটাররা অবহিত না থাকায় তাদেরকে ইভিএম-এ ভোট প্রদান পদ্ধতি শিখিয়ে দিতে শনিবার (২১ জুলাই) বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন।
বিকাল ৫ টার দিকে ৪ নং ওয়ার্ডের ঘূর্ণি (দত্তপাড়া) আবাসিক এলাকায় আয়োজিত এ কর্মশালায় ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওয়ার্ডবাসীকে ইভিএম-এ ভোট প্রদান পদ্ধতি শিখিয়ে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত।
এ সময় রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত উপস্থিত ওয়ার্ডবাসীর কাছে ইভিএম এর ব্যবহার প্রক্রিয়া দেখানোর পাশাপাশি জাল ভোট রোধে এর কার্যকরিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।