‘দারিদ্র্য বিমোচনে কর্মমুখী প্রশিক্ষণ টেকসই ভূমিকা রাখবে। আজ যারা দুই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু করছেন তারা বেকারত্বের খাতা থেকে নাম কেটে ফেলবেন এবং আগামী ৫ বছর পর প্রত্যেকেই ৫জনকে চাকুরী দিবেন এমন উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মজীবনে কাজে লাগিয়ে নিজ পরিবারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবেন।
বক্তারা বলেন, প্রতিযোগিতায় এই বিশ্বে বিদেশেও দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমান সরকার কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দক্ষ জনশক্তির মাধ্যমেই দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।’
সোমবার (১ আগস্ট) বিকেলে নগরের ঘাসিটুলাস্থ ইউসেপ বাংলাদেশ পরিচালিত ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল সম্মেলন কক্ষে সরকারের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের টেইলারিং এন্ড ড্রেস মেকিং ও ইলেকট্রিক্যাল ইন্সটেলেশন এন্ড মেইনটেনেন্স বিষয়ক দুই মাসব্যাপি প্রশিক্ষণ কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সেন্টার ইনচার্জ এস এম আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ইউসেপ বাংলাদেশ, সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোল্লা, ছাতক উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মো. কামাল হোসেন, ও ইউসেপ বাংলাদেশ, সিলেট টিভিইট ইন্সটিটিউটের প্রধান প্রবীর কুমার পাল, ইউসেপ সিলেট অঞ্চলের সিনিয়র কর্মকর্তা (ফাইন্যান্স) মো. শামসুল আলম প্রমুখ।
ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের শিক্ষক কৃষ্ণ চন্দ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক মো. শাহ আলম, শিক্ষক শাহিদা জামান, শিক্ষক জান্নাতুল ফেরদৌস, টিডিএম এর প্রশিক্ষক খাদিজা আক্তার ও সোহাদা আক্তার। পরে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সিসিএম কমিটির পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রসঙ্গত, ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের উদ্যোগে সিলেটের ছাতক উপজেলার ৪০জন বেকার যুবককে সরকারের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের অর্থায়নে টেইলারিং এন্ড ড্রেস মেকিং ও ইলেকট্রিক্যাল ইন্সটেলেশন এন্ড মেইনটেনেন্স বিষয়ক দুই মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।
সিভিডিপির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহা. আলফাজ হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলে বিনামূল্যে থাকা, খাওয়াসহ প্রশিক্ষণ নিচ্ছেন ৪০ জন বেকার যুবক।