ক্রিমিয়ার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। মস্কোর দখলে থাকা সেভাস্তোপোলে নৌবহরের সদর দফতরে শুক্রবার এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, কমান্ডার সোকোলোভের নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছে ইউক্রেন প্রশাসন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখায়নি তারা।
ইউক্রেনের বিশেষ বাহিনী দাবি করেছে, শুক্রবারের হামলায় ভিক্টর সোকোলভসহ আরও ৩৩ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক রাশিয়ান সেনা আহত হয়েছেন। তবে মস্কো বলছে, সেভাস্তোপলে ইউক্রেনের হামলার ফলে তাদের একজন সেনাকর্মী নিখোঁজ রয়েছেন।
২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। এখানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে। মস্কোর এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। রুশ সেনাদের দখল থেকে ভূখণ্ডটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সিলেট ভয়েস/এএইচএম