সোমবার সকালে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সকাল থেকেই কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে বলে জানান সেখানে থাকা সিএনএনের প্রতিবেদক।
ইউক্রেনের কর্মকর্তারা তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহে বিঘ্নিত ঘটে।
বিবিসিকে এক স্থানীয় বাসিন্দা জানান, দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরপরই তার জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
অন্যদিকে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি রুশ অধিকৃত ইউক্রেনের ক্রিমিয়া উপকূলে ব্ল্যাক সি ফ্লেটে ড্রোন হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে ক্রেমলিন। এর মধ্যে ইউক্রেনীয় ভূখণ্ডে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো।
দক্ষিণ-পূর্ব জাপোরিজ্জিয়া এবং পশ্চিম ইউক্রেনের লভিভেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত ইউক্রেনীয় টিভিকে বলেন, হামলা পরিচালনার জন্য কৌশলগত বিমান ব্যবহার করেছে মস্কো।