সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিকনুর বলেছেন, ‘দেশের প্রান্তিক জনপদ রত্মাগর্ভা সিলেট অঞ্চলে যুগে যুগে জন্ম নিয়েছেন অগণিত গুণীজন। যাদের কর্মের মহিমায় এ অঞ্চল তথা দেশের মাটি ও মানুষ ধন্য হয়েছে। এসব কৃতি পুরুষদের অনুকরণীয় জীবন অবদানকে নতুন প্রজন্তের কাছে তুলে ধরতে হবে। আমাদের স্বার্থেই তাদের কর্মের মূল্যায়ন করতে হবে। সিলেটে সাহিত্য সংস্কৃতির বিকাশে আলী আশরফের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এর প্রমাণ মুসলিম সাহিত্য সংসদের প্রায় একশটি সাহিত্য সভা তার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এই বাড়ীতে কবি রবীন্দ্রনাথ, সুভাষ বসু, বিদ্রোহী কবি নজরুল, বিশিষ্ট উপন্যাসিক হুমায়ুন আহমদ সহ অনেক কবি, সাহিত্যকের আগমন ঘটেছে।’
শনিবার (৩১ আগস্ট) বিকেলে নগরীর দরগাহ গেইটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিচ তলার হলরুমে সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে সিলেটের সর্বজন শ্রদ্ধের সাবেক যুগ্ম সচিব, প্রথম বাঙ্গালী বৈমানিক, বৃটিশ রয়েল এয়ার ফোর্স খেতাবদারী, বিশিষ্ট আইনজীবী ও বৃক্ষপ্রেমিক এ.এস.এম আলী আশরফ এর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির উপরোক্ত কথাগুলো বলেন। স্মরণ সভায় বক্তাগণ প্রথম বাঙ্গালী বৈমানিক ও বৃটিশ রয়েল এয়ার ফোর্স খেতাবদারী সাবেক যুগ্ম সচিব এ.এস.এম আলী আশরফের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের দাবী জানান।
সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরুর সভাপতিত্বে ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মো. নজরুল ইসলামের পরিচালনায় এ.এস.এম আলী আশরফ এর স্মরণে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট সাংবাদিক, লেখক-কলামিস্ট, মুহাম্মদ ফয়জুর রহমান, মরহুম আলী আশরফ সাহেবের জামাতা, ঢাকা পিজি হাসপাতালের উইরোলজিস্ট ডাক্তার মো. আব্দুল বাতেন জোয়ার্দার, লেখক কলামিস্ট এডভোকেট কয়ছর আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুজ্জামান চৌধুরী, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আবুল কাশেম ভুইয়া, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. ছয়ফুল হোসেন চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান মো. ছয়ফুল হোসেন চৌধুরী, ওয়েবস সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলীম জুয়েল, কয়ছর আহমদ কাওছার, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সিনিয়র নেতা সরোজ ভট্টাচার্য্য, সন্তোষ দেব, আমীন তাহমিদ, এম এ নাসির সুজা, আলোক বর্তিকা মানব কল্যান সংস্থার সভাপতি সাহেলা বেগম, সদস্য শিফা বেগম, পাপিয়া আক্তার রহিমা, রওশনারা বেগম, হাফসা বেগম, মাহিনুর রহমান মাহিন, মো. খলিল মিয়া, গৌতম চন্দ্র, সৈকত রায় প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ক্বারী মাওলানা আবুল হোসেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল জামে মসজিদে ও মরহুমের বাসভবনে খতমে কুরআন এবং জৈন্তাপুর উপজেলার দরবস্ত খড়িল দিঘিরপার এস.এম.এম আলী জামে মসজিদে দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।