
সিলেট সিটি নির্বাচনে ২০দলীয় মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে বুধবার (১৮ জুলাই) সকালে বিকেলে ছাত্রদল নগরীর মজুমদারপাড়া, খরাদিপাড়া, দেবপাড়া, মণিপুরি পাড়া থেকে বৃহত্তর শিবগঞ্জ অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগের পর শিবগঞ্জে বাজারে ২০ দলীয় জোট আয়োজিত আরিফুল হক চৌধুরীর সমর্থনে পথসভায় মিছিল সহকারে যোগদান করেন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন- সিলেটের উন্নয়নের রূপকার হলেন আরিফুল হক চৌধুরী। এমন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সিলেট সিটির মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরীকে নির্বাচিত করা প্রয়োজন। এ সময় তারা ৩০ জুলাইয়ের নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান।
ভিডিও দেখতে নিচে ক্লিক করুন :