
বাংলাদেশের প্রতি মমতার কথা জানিয়ে শান্তিতে নোবেলজয়ী ইয়েমেনের মানবাধিকার কর্মী ও সাংবাদিক তাওয়াক্কল কারমান বাংলায় উচ্চারণ করেন, ‘জয় বাংলা।’
শনিবার (১২ মে) চট্টগ্রামে প্রতিষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ষষ্ঠ সমাবর্তনে যোগ দিয়ে বাংলাদেশ ও এখানকার মানুষের প্রতি ভালোবাসা এভাবেই প্রকাশ করেন তিনি।
বক্তব্য দেওয়ার সময় তাওয়াক্কল বলেন, আমি কিছু বাংলা ভাষার বাক্য বলবো। এরপর আধো আধো বাংলায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’ এরপর বলেন, ‘জয় বাংলা।’
তাওয়াক্কল কারমান ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা, বাক-স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে কাজ করছেন তিনি। নারীদের উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন তাকে এবার সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির এ সম্মান ডিগ্রি পাচ্ছেন বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মিশরের নাগরিক ইসমাইল সেরাজেলদিনও।