সিলেটের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান বলেছেন, ‘দেশের একটা কঠিন সময়ে আমি সিলেটের এসপি হিসেবে দায়িত্ব নিয়েছি। বিগত সময়গুলোতে সিলেট জেলায় যেসব অনিয়ম, দুর্নীতি হয়েছে এগুলো আর করতে দেওয়া হবে না৷ সিলেটের চিনি চোরাচালান নিয়ে পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে নতুন এই এসপি বলেন, এগুলো কঠোর হাতে দমন করা হবে। সিলেট জেলার কোন পুলিশ সদস্য যদি এর সাথে সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিলেট পুলিশ লায়ন্সের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পুলিশ আর কোন দলের হয়ে কাজ করবে না, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জনগণের বন্ধু হতে চাই। কোন দলের হয়ে অনিয়ম বা দুর্নীতিমূলক কোন কাজ করছে এরকম অভিযোগ পেলে সিলেট জেলা পুলিশের এসপি হিসেবে আমি এটা কঠোরভাবে ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, ‘আমি যতদিন আছি, ওসি নিয়োগে কোন ধরনের অনিয়ম দুর্নীতি কিংবা টাকা পয়সার লেনদেন করতে দিব না। যার যোগ্যতা আছে সেই ওসি হবে৷ বাকি যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার বিষয়ে তিনি বলেন, ‘কোন নিরপরাধ মানুষ মামলার আসামী হবে না। ইতোমধ্যেই যারা হয়েছেন, তাদের সাথে কোন ধরনের অন্যায় করা হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।’
সংবাদ সম্মেলনে সিলেটের সাংবাদিকবৃন্দ ছাড়াও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।