আবারও বন্ধ হয়ে গেলো রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

উৎপাদনে ফেরার মাত্র ১০ দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেলো বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। রবিবার (৩০ জুলাই) ভোর থেকে কয়লাসংকটে বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটি।

বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আনোয়ারুল আজিম জানান, কয়লাসংকটের কারণে রাত সাড়ে তিনটায় কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে কেন্দ্রের প্রথম ইউনিটটি আবার উৎপাদনে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গেল বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পর থেকে এ নিয়ে সাত মাসে ছয়বার বন্ধ হলো বিদ্যুৎকেন্দ্রটি। সর্বশেষ টারবাইন ত্রুটির কারণে ১৬ জুলাই রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে ২০ জুলাই দুপুরে উৎপাদনে ফেরে কেন্দ্রটি।