এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চলছে বৃষ্টির দাপট। প্রায়ই দিনই কোনও না কোনও ম্যাচে আক্রান্ত হচ্ছে বৃষ্টিতে। আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে তো টসটাও হতে দেয়নি বৈরী আবহাওয়া। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে গ্রুপ-১-এর ম্যাচটি।
আজ (শুক্রবার) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হওয়ার কথা ছিল আফগানিস্তান-আয়ারল্যান্ডের সুপার টুয়েলভের ম্যাচটি। কিন্তু বৃষ্টির তীব্রতায় টসও হয়নি। অপেক্ষার পর অপেক্ষা শেষে পরিত্যক্তের ঘোষণা আসে। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে আফগান-আইরিশরা।
এ নিয়ে টানা দুই ম্যাচে একই পরিণতি বরণ করতে হলো আফগানদের। টানা দুই ম্যাচ পরিত্যক্ত হলো তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচও ভেসে গিয়েছিল বৃষ্টিতে। পরিত্যক্ত হওয়া ২ ম্যাচ থেকে পাওয়া ২ পয়েন্ট তাদের সম্বল। সব মিলিয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-১-এর তলানিতে মোহম্মদ নবীরা।
অন্যদিকে ৩ খেলায় ১ জয়, ১ হার ও ১ পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে ৩ পয়েন্ট আয়ারল্যান্ডের। তাদের অবস্থায় টেবিলের দ্বিতীয় স্থানে। সবার ওপরে রয়েছে নিউজিল্যান্ড। ২ ম্যাচে ৩ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে কিউইরা।