আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। গত শনিবার ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর আজ বুধবার সকালে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে সেখানে একই মাত্রার দু’টি ভূমিকম্পে চার হাজারের বেশি মানুষ মারা যান। ওই ঘটনার ঠিক কয়েক দিন পরে আবার দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, আফগানিস্তানের হেরাতের ২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।
কাবুলে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জনান সাইক বলেছেন, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ২০টি গ্রামের প্রায় দুই হাজার ঘর-বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে।
ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়-ক্ষতি মোকাবেলায় কাবুলকে সাহায্য করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিলেট ভয়েস/এএইচএম