বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসার দফতরি দিদার আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সৈয়দুল আমিন (১৭) নামে একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নাইক্ষ্যংছড়ির আমতলী মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম জানান, গ্রেফতার সৈয়দুল আমিন জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। তাকে একটি মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় এবং এ নিয়ে বাগবিতণ্ডার কারণে সে দিলদারকে হত্যা করেছে।
গ্রেফতার সৈয়দুল আমিন নাইক্ষ্যংছড়ির আমতলী মাঠ এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ির মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার খণ্ডকালীন দফতরি হিসেবে নিয়োজিত ছিলেন দিদার আলম। প্রতিদিনের মতো চাকঢালা আমতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাত ৮টায় চাকঢালার ফজুরছড়া এলাকায় পেছন থেকে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়। পরে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করলে ২৪ ঘণ্টার মধ্যেই শিক্ষার্থী সৈয়দুল আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত আলামতও উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার আসামিকে আলামতসহ আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসপি।