আন্দোলনে হামলাকারী ‘শুটার’ আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার ও তার সহযোগী নাঈমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (০৬ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর দপ্তর, সিলেট হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন সিলেটের শাহপরান থানাধীন সৈয়দপুর মেজরটিলা এলাকার উনাই মিয়ার পুত্র আনসার আহম্মদ রাহুল এবং একই থানার ইসলামপুর কলোনী (মেজরটিলা) এলাকার আলমগীর হোসেনের পুত্র মো. আমিনুল ইসলাম নাঈম। গ্রেপ্তার হওয়া আনসার আহম্মদ রাহুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, সিলেট জেলার ওসমানীনগর থানার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর এলাকার মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে পলাতক আসামীদ্বয়কে গ্রেপ্তার করা হয়।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে এসএমপি সিলেট শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।