সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সুফিয়া চৌধুরীর অবসরোত্তর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২৫ আগস্ট) সকাল ১১ টায় কলেজের সাইফুর রহমান ভবনে থাকা দর্শন বিভাগের ২য় তলায় অনুষ্ঠানটি শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।
দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিবুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ তোফায়েল আহাম্মদ। এসময় কলেজের বেশকয়েকটি বিভাগের বিভাগীয় প্রধানরাও উপস্থিত ছিলেন।
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রিংকু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু নাসের খানঁ, অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রভাষক সাবিহা আক্তার। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে আশরাফ আহমেদ, নাইমান জালাল, হৃদয় সরকার, পারভেজ আহমেদ, রায়হান আহমেদ মাসনুন এবং হুমায়রা ইসলাম নাদিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘দীর্ঘ ২৮ বছর দায়িত্বশীলতার সাথে অধ্যাপক সুফিয়া চৌধুরী মুরারিচাঁদ কলেজে অধ্যাপনা করেছেন। কলেজের প্রতিটি কনায় কনায় তার স্মৃতি অম্লান থাকবে। তিনি আরো বলেন, অধ্যাপক সুফিয়া ছিলেন একজন বিচক্ষন শিক্ষক। তিনি সবসময় আনন্দের সাথে পাঠদানে ব্যাস্ত থাকতেন। তার আবসরোত্তর জীবন সুন্দর কাটুক। মহান আল্লাহ তায়ালা তাকে দীর্ঘজীবী করুন।’
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী ইমরান হোসেন এবং গীতা পাঠ করেন হৃদয় সরকার।
উল্লেখ্য, ১৬ তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯৬ সালের ১১ আগস্ট এমসি কলেজের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা সুফিয়া চৌধুধী দীর্ঘ প্রায় ২৮ বছর শিক্ষকতা করে ২০২৪ সালের ৩০ জুন অবসরে যান।