আধা ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর সারা দেশের সাথে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার রাত ৯টা ২০ মিনিটের সময় ঝড়ে পড়া গাছ সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার (২৩ মার্চ) রাত ৮:৫০ মিনিটের সময় ঢাকা-সিলেট রেললাইনের হবিগঞ্জ জেলার মনতলা হরষপুর রেল স্টেশনে ঝড়ে গাছ পড়ে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাত ৮:৫০ মিনিট থেকে ৯:২০ মিনিট পর্যন্ত বন্ধ ছিলো ওই রুটের ট্রেন চলাচল। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।