দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, হরতাল অবরোধ দিয়ে জনভোগান্তি সৃষ্টি করাই জামায়াত-বিএনপির আসল চরিত্র। বাসে আগুন দিয়ে, মোটর সাইকেল ভাংচুর করে হরতাল আর অবরোধ পালন করে সাধারণ জনগণের জান-মালের যে ক্ষতি বিএনপি করছে তা কোনদিন পূরণীয় নয়। আওয়ামী লীগ সন্ত্রাসের বিপক্ষের আর শান্তির পক্ষের রাজনৈতিক দল।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর সেনেরবাজারে বিএনপি, জামায়াতের হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
ডা. দুলাল বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সরকার। আওয়ামী লীগ কখনো মানুষের ক্ষতির রাজনীতি করে না। বিএনপি আগেও জ্বালাও পোড়াও করে জনগণের সম্পদ নষ্ট করেছে এখনো করছে। সুতরাং এটাই তাদের আসল চরিত্র।
নিজেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আর এলাকার জনগণের অভিপ্রায়ই আমার আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া। আমার বিশ্বাস, আমার রাজনৈতিক দলের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনে আমাকেই আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করবেন। আমাকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দেবো।’
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আব্দুস সালাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখর দাস, ইউপি সদস্য শেখ আব্দুল মুহিত, হাবিবুর রহমান, শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা সানুর আহমদ, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, নজমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রনি হাসান, রাসেল আহমদ চৌধুরী, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাহসান আহমদ সুনাম, ছাত্রলীগ নেতা সাফওয়ান আহমদ, জুবায়ের আহমদ, মইনুল ইসলাম প্রমুখ।