করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ সাবেক পাকিস্তান অধিনায়ক জহির আব্বাস। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাকে রাখা হয়েছে আইসিইউতে। ৭৪ বছর বয়সী বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি আছেন।
জিও নিউজের পক্ষ থেকে বলা হচ্ছে, আব্বাসকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বেশ কয়েকদিন ধরেই। পরিস্থিতি অবনতি হওয়াতেই প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আব্বাস দুবাই থেকে ইংল্যান্ড যাওয়ার পথে করোনায় আক্রান্ত হন। প্রথমে কিডনি জটিলতার কথা জানান তিনি। পরে লন্ডনে পৌঁছানোর পর পরীক্ষায় ধরা পড়ে নিউমোনিয়া। জিও নিউজকে একটি সূত্র জানিয়েছেন, ‘তার ডায়ালাইসিস চলছে। চিকিৎসকরা তাকে লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতেও নিষেধ করেছেন।’
টেস্ট দিয়ে ১৯৬৯ সালে অভিষেক ঘটে আব্বাসের। ৭৮ টেস্টে করেছেন ৫ হাজার ৬২ রান। সেঞ্চুরি আছে ১২টি। ৬২টি ওয়ানডেতে ৭ সেঞ্চুরিতে করেছেন ২ হাজার ৫৬২ রান। তাছাড়া ১৯৮২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৪ ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বাধিক রানের রেকর্ডটিও ছিল তার দখলে। পরে সেটি ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। সাবেক এই ক্রিকেটারকে আইসিসির হল অব ফেমে স্থান দেওয়া হয় ২০২০ সালের আগস্টে।