
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে তাঁর চাচার জানাজায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফখরুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তাঁর ছোট চাচার জানাজার নামাজে অংশ নিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৮টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসাও করিয়েছেন। সর্বশেষ গত ২ এপ্রিল বিএনপির মহাসচিব অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে দুইদিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছিলেন।